শীক্ষাবৃত্তি প্রদান

সামাজিক অবক্ষয়, মৌলিক চাহিদা পরিপূরনে ব্যর্থতা, শান্তি শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক দায়বদ্ধতার অভাব বৃদ্ধি, নিরাপত্তার অভাব, যথাযথ দেশ প্রেমের অভাব, যার মূলে রয়েছে সুশিক্ষার অভাব। তাই DMWO এর থেকে উত্তরণের লক্ষ্যে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রবর্তন করেছে শিক্ষাবৃত্তি প্রকল্প।


প্রতিটি মানবের ভিতরেই প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে। একজন গরীব এবং মেধাবী শিক্ষার্থী নির্বিগ্ন লেখাপড়ায় অর্থনৈতিক নিরাপত্তা একবার বা এক বছরের বৃত্তিতে কার্যকর ভ‚মিকা রাখে না। শুধু প্রশংসা নেওয়ার জন্য নয়, কার্যকর গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার অভিপ্রায়ে মেধাস্থান অর্জন অব্যাহত রাখার শর্তে আমাদের বৃত্তি প্রকল্পগুলোকে সাজানো হয়েছে।


বৃত্তি প্রকল্পগুলো :
প্রাথমিক সমাপনী বৃত্তি (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি), মাধ্যমিক শিক্ষা বৃত্তি (নবম থেকে দশম শ্রেণি) একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বই পুস্তক অনুদান। এছাড়াও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাগ্রী বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরন

২০২১
মানবকল্যাণমূলক সংগঠন দয়াল মোহনলাল ওয়েলফেয়ার অরগানাইজেশান ( ডিএমডব্লিউও),কিশোরগঞ্জ -এর পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সুসম্পন্ন হয়।

রাত্র ১১.০০ ঘটিকা হতে রাত্র ২.০০ ঘটিকা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রয়াসে ডিএমডব্লিউও পরিবার।

এই উপস্থিত ছিলেন ডিএমডব্লিউও -এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব খোকন রায় ও বিভাগীয় প্রধান ব্যবস্থপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক জনাব শফিকুল ইসলাম, অস্থায়ী পরিষদের সদস্য জনাব গোবিন্দ বণিক, জনাব পাপ্পু রায়, সুদীপ্ত পণ্ডিত শুভ, জনাব সমর সরকারসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

 

প্রতিবছর শীতে অসহায় মানুষের পাশে DMWO সংগঠন সবসময় সাহায্যের হাত বাড়ায়। বস্ত্র বিতরনের মাধ্যমে শীতকালে অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘবের চেষ্টা করে থাকে সংগঠনের সকল সদস্য। 

 
রক্তদান কর্মসুচি

বেঁচে থাকার জন্য রক্ত একটি প্রধান উপাদান। সুষম খাদ্য এবং সচেতনতার অভাবে চিকিৎসা ক্ষেত্রে রক্তের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মাতৃত্বকালীন চিকিৎসায় রক্ত অপরিহার্য। বর্তমান প্রেক্ষাপটে আত্মীয়তা সূত্র ছাড়া বিশুদ্ধ রক্ত পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। জীবন রক্ষা করতে গিয়ে জীবন যেন হুমকির মধ্যে পরতে না হয় তার জন্য চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন সদস্যদেরকে নিয়ে DMWO গঠন করেছে ব্লাড ডোনার গ্রুপ। শুরু থেকে আজ পর্যন্ত ৪০ জনেরও অধিক সদস্য রক্ত দান করেছেন।